বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্র সংশোধন বিষয়ক কমিটির প্রাথমিক প্রস্তাবনায় ঢাকার ক্লাবগুলোর পরিচালক ও কাউন্সিলর সংখ্যা ব্যাপক হারে কমানো হয়েছে। বিসিবি’র প্রস্তাবিত গঠনতন্ত্র সংশোধনের সিদ্ধান্ত বাতিল না করায় সব ধরনের ক্রিকেট বয়কটের সিদ্ধান্ত নিলো ঢাকার ক্লাবগুলো।
শনিবার (১৮ জানুয়ারি) বোর্ড সভাপতির হাতে স্মারকলিপি তুলে দেয় ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজেশন। এ সময় ক্লাব প্রতিনিধিরা নাজমূল আবেদীন ফাহিমের পদত্যাগও দাবি করেন। তবে এ বিষয়ে গণমাধ্যম এড়িয়ে গেছেন ফারুক আহমেদ।
গেল ৫ আগস্টের পর পরিবর্তন আসে বিসিবির শীর্ষ পদে। সভাপতি পদে ফারুক আহমেদ আসার পর জাতীয় ক্রীড়া পরিষদের চাওয়া অনুযায়ী বিসিবির গঠনতন্ত্র সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। এজন্য পরিচালক নাজমুল আবেদীন ফাহিমকে আহ্ববায়ক করে একটি গঠনতন্ত্র সংশোধন কমিটিও গঠন করা হয়। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের আওতাধীন ক্লাব সংগঠকদের দাবি, বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটি বোর্ডে ঢাকাভিত্তিক ক্লাবের কর্তৃত্ব কমাচ্ছে। যেটি মানতে নারাজ ক্লাব কর্তারা।
বয়কটের ঘোষণা দিয়ে ক্রীড়া সংগঠক লুতফর রহমান বাদল বলেন, ‘এটা স্পষ্ট, দাবি না মানা পর্যন্ত আমরা খেলবো না। খেলা থেকে বিরত থাকবো। আমরা খেলার পক্ষে, আমাদের বিরুদ্ধে যে ষড়ন্ত্রমূলক কার্যক্রম চলছে, এগুলো বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ক্রিকেটের সঙ্গে নেই এবং ভবিষ্যতেও থাকবো না।’
বোর্ডের কাছে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজেশনের ৩ দাবি। গঠনতন্ত্র সংস্কারের খসড়া বাতিলসহ, বিলুপ্ত করতে হবে সংস্কার কমিটিও। আহবায়ক নাজমূল আবেদীন ফাহিমকে অপসারণ তো করতেই হবে, পদত্যাগ করতে হবে পরিচালক পদ থেকেও।