খেলাধুলা

বিদ্রোহী ১৮ নারী ফুটবলারকে বাদ দিতে পারে বাফুফে

মোহনা অনলাইন

বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলারকে বিদায় না দিলে গণঅবসরে যাওয়ার হুমকি দিয়ে আলোচনায় এসেছেন ১৮ জন ফুটবলার। তাদের দাবির প্রতি অটল থেকে, তারা এখনও ইংলিশ কোচের অধীনে অনুশীলন করতে অস্বীকৃতি জানিয়েছেন, এমনকি বাফুফে কর্তৃপক্ষের অনুরোধেও তারা অনুশীলনে ফিরে আসেননি।

বাফুফে শিগগিরই নারী ফুটবল দলকে নিয়ে চুক্তি করার পরিকল্পনা করছে এবং যে ১৮ ফুটবলার দাবি নিয়ে অটল থাকবেন, তারা বাদ পড়তে পারেন। অন্যদিকে, যারা কোচ বাটলারের অধীনে অনুশীলনে ফিরে আসবেন, তারা চুক্তির আওতায় স্থান পাবেন এবং সংযুক্ত আরব আমিরাত সফরের জন্য নির্বাচিত হতে পারবেন।

বাফুফে তাদের বিদ্রোহী ফুটবলারদের বিরুদ্ধে কোনো চাপ প্রয়োগ করবে না বলে জানা গেছে। এরই মধ্যে, কোচ পিটার বাটলার সাবিনা, সানজিদা, ঋতুপর্ণা সহ বিদ্রোহী ফুটবলারদের ছাড়াই সংযুক্ত আরব আমিরাত সফরের জন্য দল ঘোষণা করবেন বলে ইঙ্গিত দিয়েছেন।

এছাড়া, বাফুফে সভাপতি বিদেশ সফরে থাকায় পূর্ব নির্ধারিত নির্বাহী সভা সময়মতো অনুষ্ঠিত হচ্ছে না। তবে, ফেডারেশন দ্রুত নারী ফুটবল দলের কোচ এবং খেলোয়াড়দের মধ্যে দ্বন্দ্ব মীমাংসা করার চেষ্টা করছে।

বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেছেন, ‘আগামী মঙ্গলবার নাগাদ চুক্তি চূড়ান্ত করা হবে। কতজনকে চুক্তি দেয়া হবে তা আমি সঠিকভাবে বলতে পারছি না, তবে যারা বর্তমানে প্রশিক্ষণে রয়েছে তাদের মধ্যেই চুক্তি করা হবে।’ তিনি যোগ করেন, ‘সভাপতি তাদের বৃহস্পতিবার প্রশিক্ষণে যোগ দিতে বলেছিলেন এবং শনিবার পর্যন্ত অপেক্ষা করেছিলেন। যেহেতু তারা যোগ দেয়নি, তাই তিনি বলেছেন তাদের ছাড়াই এগিয়ে যাওয়া যাক, ফুটবল বন্ধ থাকতে পারে না। তারা যেকোনো সময় যোগ দিলে তাদের স্বাগত রবিবার ০৯ ফেব্রুয়ারি।’

আগামী ২৬ ফেব্রুয়ারি এবং ২ মার্চ দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার জন্য বাংলাদেশের ২৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত যাওয়ার কথা রয়েছে। সম্ভবত, ২৩ সদস্যের দল বর্তমান ৩৭ জন খেলোয়াড়ের মধ্য থেকেই তৈরি করা হবে, বাফুফের সহসভাপতির কথায় তেমনই ইঙ্গিত, ‘সময় ফুরিয়ে যাচ্ছে (দল নির্বাচনের জন্য) এবং ফিটনেসেরও একটি বিষয় রয়েছে।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
bn Bengali en English