Top Newsজাতীয়

স্থায়ী স্থানীয় সরকার কমিশন গঠনের সুপারিশ

মোহনা অনলাইন

অবিলম্বে পাঁচ-সদস্য বিশিষ্ট সাংবিধানিক মর্যাদাসম্পন্ন একটি স্থায়ী ‘স্থানীয় সরকার কমিশন’ গঠন করার সুপারিশ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের ‘স্থানীয় সরকার সংস্কার কমিশন’।

সম্প্রতি স্থানীয় সরকার কমিশনের প্রাথমিক সুপারিশে এসব তথ্য জানানো হয়েছে।

সুপারিশে বলা হয়েছে, ইতোপূর্বে গঠিত নাজমুল হুদা কমিশন, রহমত আলী কমিশন এবং শওকত আলী কমিশন একটি স্থায়ী স্থানীয় সরকার কমিশন গঠনের সুপারিশ করেছিল। ২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার মরহুম ফয়জুর রাজ্জাককে চেয়ারম্যান এবং মরহুম হেদায়াতুল ইসলাম চৌধুরী ও ড. তোফায়েল আহমেদকে সদস্য করে একটি অধ্যাদেশের মাধ্যমে স্থানীয় সরকার কমিশন গঠন করে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ওই অধ্যাদেশ অনুমোদন না করায় কমিশনটি বিলুপ্ত হয়ে যায়। তাই ২০২৫ সালে স্থানীয় সরকার কমিশন পুনরায় গঠিত হলে স্থানীয় সরকার সংস্কারের সুপারিশসমূহ সুসংহতভাবে বাস্তবায়ন অগ্রগতি লাভ করতে পারে।

সুপারিশে আরও বলা হয়েছে, স্থানীয় সরকার কমিশনসহ স্থানীয় সরকার ও স্থানীয় শাসন সংক্রান্ত সব সুপারিশসমূহ বাস্তবায়নের ক্ষেত্রে “স্থানীয় সরকার কমিশন” দীর্ঘমেয়াদে সরকারকে যথাযথভাবে সকল আইন, বিধি, নিয়মকানুন ধারাবাহিক ভাবে আইনানুগ পন্থায় প্রস্তুত করতে সহায়তা করতে পারবে।

এতে আরও বলা হয়েছে, “স্থানীয় সরকার কমিশন” সকল সংস্কারকর্মের একটি ধারাবাহিকতা রক্ষায় সক্ষম হবে। কমিশন, স্থানীয় সরকার অর্থায়ন, সুশাসন প্রতিষ্ঠা ও আইনের আওতায় আমলাতন্ত্র এবং জনপ্রতিনিধিদের সমানভাবে বিচার বিবেচনা করে আইনের শাসন ও প্রশাসনিক শৃঙ্খলা রক্ষার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হয়ে উঠতে পারে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
bn Bengali en English