
ভারতীয় তারকা জুটি তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার প্রেমের গুঞ্জন ‘টক অফ দ্য টাউন’। তাদের প্রেমের সারল্যকে সবাই পছন্দ করতেন। হামেশাই তাঁদের দেখা যেন একসঙ্গে। কখনও ডিনার ডেট, কখনও আবার বিভিন্ন অনুষ্ঠান.. হাতে হাত রেখে উপস্থিত হতেন তাঁরা।
দীর্ঘ সম্পর্কের পরে অবশেষে কি বিয়ের আগেই সম্পর্কের ইতি টানলেন অভিনেত্রী তমন্না ভাটিয়া? এই জুটি অনুরাগীদের মধ্যে ভীষণ জনপ্রিয় ছিলেন। তাঁদের প্রেমের শুরুটাও ছিল একেবারে স্বপ্নের মতোই। ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যেত তাঁদের প্রেমের গল্প। জানা যাচ্ছে, মাত্র কেয়ক সপ্তাহ আগেই নাকি নিজেদের সম্পর্কে ইতি টেনেছেন তমন্না ও বিজয়। তবে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, তাঁরা ভাল বন্ধু থাকবেন।
পিঙ্কভিলার একটি প্রতিবেদন অনুসারে, তামান্না এবং বিজয়ের মধ্যে বিচ্ছেদ হলেও, তা তাঁদের একে-অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, সৌহার্দ্যপূর্ণ বন্ধনে কোনো প্রভাব ফেলতে পারেনি। জানা গিয়েছে, কয়েক সপ্তাহ আগেই ব্রেকআপ হয়ে গিয়েছে তামান্না ভাটিয়া এবং বিজয় ভার্মার। তবে একে-অপরের ভালো বন্ধু থাকার পরিকল্পনা করছেন। আপাতত দুজনেরই ফোকাস কেরিয়ারে। বিচ্ছেদের কারণ এখনও জানা যায়নি। এমনকী, তামান্না এবং বিজয় এখনও তাদের বিচ্ছেদের গুঞ্জনে কোনও প্রতিক্রিয়া জানাননি।
মুম্বইতে নাকি নিজেদের নতুন বাড়ির খোঁজ করছিলেন বিজয় ও তমন্না। শোনা যাচ্ছিল, বিয়ের পরে একসঙ্গে থাকবেন বলেই নাকি নতুন ঠিকানার খোঁজ করছেন তাঁরা। গত বছরের জুন মাসে বিয়ে নিয়ে নিজের মতামত জানিয়েছিলেন অভিনেত্রী।
তিনি জানান, বিয়ে তাঁর মতে ‘বড় দায়িত্ব’ এবং এই সম্পর্কে তখনই প্রবেশ করা উচিত যখন সেই মানুষটি নিজে পুরোপুরি নিশ্চিতভাবে তৈরি হয়। একটি সাক্ষাৎকারে অভিনেত্রী স্বীকার করে নিয়েছিলেন যে তিনি ১৮ বছর বয়সে কেরিয়ার শুরু করেছিলেন এবং ৩০ বছর পর্যন্ত বিয়ে করে দুই সন্তানের মা হওয়ার কথা ভেবেছিলেন তিনি। কিন্তু এখন ৩৩ বছর বয়সে দাঁড়িয়ে তাঁর জীবনের ধারা অন্য পথে বইছে। তিনি বলেন, ‘যখন আমি ৩০ পূর্ণ করলাম, আমি বুঝলাম যে আমার সবে জন্ম হয়েছে, পূনর্জন্মের মতো, একদম সদ্যোজাতের মতো মনে হয়েছিল।’
তারকা জুটির ঘনিষ্ঠ সূত্রে খবর, তারা যৌথ ভাবে প্রেম ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বন্ধুত্বে কোনও প্রভাব পড়বে না। ২০২৩ সালে বিজয় বর্মার সঙ্গে প্রেমের কথা স্বীকার করেন তামান্না।
তিনি জানিয়েছিলেন, ‘লাস্ট স্টোরিজ টু’-এ একসঙ্গে অভিনয় করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তারা। দক্ষিণী ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেরও জনপ্রিয় নাম তামান্না। অন্যদিকে, চরিত্রাভিনেতা হিসাবেই বেশি দেখা যায় বিজয় ভার্মার। ‘গল্লি বয়’, ‘পিঙ্ক’, ‘মান্টো’, ‘ডার্লিংস’-এ অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে দাগ কেটেছেন তিনি।