
সেহেরির খাবার গরম করতে গিয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে চাঁদপুরে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন।রোববার সেহেরির সময় শহরের কোরালিয়া রোড রুস্তম বেপারী বাড়ির চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন- বাড়ির ভাড়াটিয়া চাঁদপুর লঞ্চঘাটের ফল ব্যবসায়ী আব্দুর রহমান (৬৫), তার স্ত্রী শানু বেগম (৫৫), তাদের বড় ছেলে ইমাম হোসেন (৪০) তার স্ত্রী খাদিজা আক্তার (৩০), মেঝ ছেলের স্ত্রী দিবা আক্তার (২০) ও ছোট ছেলে মঈন হোসেন (২০)।
দগ্ধদের মধ্যে চারজনকে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বাকিরা চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চাঁদপুর সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভোর ৪টায় সেহরি খাওয়ার জন্য উঠে চুলায় আগুন ধরালে মুহূর্তে ঘরের বিভিন্ন কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এতে একটি কক্ষের ৩ জন অক্ষত থাকলেও বাকি ৩টি কক্ষে থাকা ৬ জন অগ্নিদগ্ধ হন। তাৎক্ষণিকভাবে আশেপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করেন।
চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, যাদের ঢাকায় পাঠানো হয়েছে, তাদের কারও শরীরের ৫০ শতাংশ ও কারও ৬০ শতাংশ পুড়েছে। আর সদর হাসপাতালে চিকিৎসাধীন দুজনের শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে।