বিনোদন

প্রকাশ্যে এলো বিজয়-তামান্নার বিচ্ছেদের কারণ

মোহনা অনলাইন

খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল বলিউডে ‘পাওয়ার কাপল’ তকমা পাওয়া জুটি তামান্না ভাটিয়া ও বিজয় বার্মা। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। মুম্বাইয়ে নতুন ঠিকানার খোঁজও করছিলেন তারা। এরমধ্যেই হঠাৎ যেন ছন্দপতন। পথ আলাদা হয়ে গেল দুই তারকার! সপ্তাহখানেক হলো সম্পর্ক ভেঙেছেন তারা। এমনটাই বলছে ভারতীয় গণমাধ্যম।

লুকিয়ে প্রেম করায় বিশ্বাসী ছিলেন না বিজয় বর্মা-তামান্নার ভাটিয়ার কেউই। সম্পর্কের শুরু থেকেই সবটাই রেখেছিলেন সকলের সামনে। ‘লাস্ট স্টোরিজ’ ওয়েব সিরিজ়ের শুটিং-এ প্রেমের শুরু। তার পর প্রায় তিন বছর পেরিয়ে গিয়েছে। বিজয়-তামান্না সব সময় যেন জুটিতে। বিজয়ের সঙ্গে ঘর বাঁধতে চেয়েছিলেন তামান্না আর সেটাই কি সম্পর্ক ভাঙার কারণ হয়ে দাঁড়াল!

ইতিমধ্যে বিজয়ের সঙ্গে বেশ কিছু ছবি সমাজমাধ্যম থেকে মুছে ফেলেছেন অভিনেত্রী। তাঁদের বিচ্ছেদের খবর এখনও বিশ্বাস করতে পারছেন না অনুরাগীরা।

তবে সূত্রের খবর, এই মুহূর্তে ত্রিশ পেরিয়ে গিয়েছেন অভিনেত্রী। প্রেমিক বিজয়ের সঙ্গে থিতু হওয়ার কথা ভেবেছিলেন। বিয়ের জন্য খানিকটা উদ্‌গ্রীব হয়ে ওঠেন। সেই নিয়ে একাধিক বার মনোমালিন্য হয়েছে তাঁদের। সেই কারণেই বিচ্ছেদ। যদিও এই প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেননি তারকা যুগল।

বলিপাড়া সূত্রে খবর, বিজয়ের সঙ্গে সম্পর্কে আসার আগে তামান্নার নাম জড়িয়েছে একাধিক ব্যক্তির সঙ্গে। সেই তালিকায় রয়েছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি থেকে পাক খেলোয়াড় আব্দুল রাজ্জাক। এক সময় শোনা গিয়েছিল আমেরিকার এক চিকিৎসকের সঙ্গে নাকি সম্পর্কে জড়ান অভিনেত্রী। যদিও সময়ের সঙ্গে সেই জল্পনা হাওয়ায় মিলিয়ে যায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button