Top Newsজাতীয়

ভেনেজুয়েলায় জাহাজের ক্যাপ্টেন-নাবিকের মুক্তির চেষ্টা চলছে

মোহনা অনলাইন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানিয়েছেন,  ভেনেজুয়েলায় বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এম ভি মেঘনা প্রেস্টিজের ক্যাপ্টেন ও নাবিকের মুক্তির চেষ্টা চালানো হচ্ছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মুখপাত্রের কাছে প্রশ্ন ছিল ভেনেজুয়েলার বন্দরে আটক ৫০ জন বাংলাদেশি নাবিককে উদ্ধারের জন্য ব্রাজিলিয়াতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কী করছে? এ সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় হতে কোনো অগ্রগতি আছে কি না?

উত্তরে মুখপাত্র জানান, বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এম ভি মেঘনা প্রেস্টিজ গত ২৯ জানুয়ারি ভেনেজুয়েলায় বন্দর ত্যাগের পূর্বে জাহাজের মালামাল লোডিং-এর স্থানীয় নিয়ম মোতাবেক মাদক বিরোধী অনুসন্ধান প্রটোকল অনুযায়ী জাহাজের নিমজ্জিত অংশ পরিদর্শনকালীন ভেনেজুয়েলার একজন নাগরিক ও ডুবুরি প্রাণ হারান এবং অপর একজন ডুবুরি আহত হন।

এ ঘটনায় ভেনেজুয়েলা কর্তৃপক্ষ কর্তৃক আইনি কার্যক্রম শুরু হয় এবং জাহাজটি স্থানীয় কোস্ট গার্ডের তত্ত্বাবধানে নাবিক ও মালামালসহ আটক করা হয়। জাহাজের ক্যাপ্টেন/মাস্টার মাহবুবুর রহমানকে বিগত ৩০ জানুয়ারি স্থানীয় পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং দুটি মামলা রুজু করা হয়।

এ প্রেক্ষিতে সম্ভাব্য সকল আইনি অধিকার নিশ্চিত করে মাস্টারের আশু মুক্তি ও জাহাজের বন্দর ত্যাগের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ দূতাবাস, ব্রাসিলিয়ার (ভেনেজুয়েলার সমবর্তী দায়িত্বপ্রাপ্ত) সাহায্যে ব্রাসিলিয়াতে অবস্থিত ভেনেজুয়েলা দূতাবাসের মাধ্যমে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সঙ্গে যোগাযোগের মাধ্যমে কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রেখেছে।

এছাড়া বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি মন্ত্রণালয় ও দপ্তরসহ জাহাজের স্বত্বাধিকারী ও এর মাস্টারের সঙ্গে অব্যাহতভাবে যোগাযোগ রক্ষা, জাহাজ ও এর মাস্টারের মুক্তির লক্ষ্যে সংশ্লিষ্টদের পরামর্শ গ্রহণ এবং এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় চলমান রয়েছে।

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মেরিন অ্যাকাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশন সোসাইটিসহ বিভিন্ন শু প্রতিষ্ঠান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং এটিকে সর্বোচ্চ অগ্রাধিকার ও গুরুত্ব দিয়ে সমাধানের লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত আছে। যেহেতু বিষয়টি আইনি প্রক্রিয়াধীন এবং জাহাজের ক্যাপ্টেন বর্তমানে পুলিশ হেফাজতে মামলার আওতাধীন, সেহেতু ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেলের অফিসে পাঠানোর জন্য ক্যাপ্টেনের মুক্তি ও জাহাজের বন্দর ত্যাগের উদ্দেশ্যে আইনি যুক্তিসহ চলমান মামলার ইংরেজিতে প্রস্তুতকৃত একটি আইনি সারসংক্ষেপ পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণের অনুরোধ করে নৌপরিবহন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। এছাড়া, পুলিশ কেসের অগ্রগতির বিষয়ে সার্বিক তথ্য জানতে চেয়ে ভেনেজুয়েলা সরকারকে গত ১১ মার্চ পুনরায় কূটনৈতিক চিঠি দেওয়া হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button