Top Newsজাতীয়

৭ দিনের মধ্যে শুরু হবে মাগুরায় শিশু ধর্ষণ ও নিপীড়নের বিচার

মোহনা অনলাইন

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন ৭ দিনের মধ্যে মাগুরায় শিশু ধর্ষণ ও নিপীড়নের বিচার শুরু হবে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

আইন উপদেষ্টা বলেন, শিশুটির ময়নাতদন্ত আজকেই করা হবে। ডিএনএ নমুনা নেয়া হয়েছে। আজকেই মরদেহ হেলিকপ্টার যোগে নেয়া হবে। ৭ দিনের মধ্যে বিচার শুরু হবে।

তিনি আরও বলেন, ধর্ষণের শিকার শিশুটির মরদেহ হেলিকপ্টারে করে মাগুরায় নেওয়া হবে। বিচার শুরুর ৭ থেকে ৮ দিনের মধ্যে বিচার শেষ হওয়ার নজির আছে।

আসিফ নজরুল বলেন, রোববারের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী এনে অধ্যাদেশ জারি হবে। ধর্ষণ শিশু ধর্ষণ বলাৎকার এর মামলার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে।

এ সময় নতুন আইনে শিশু ধর্ষণ ও বলৎকারের ঘটনায় বিশেষ ট্রাইব্যুনাল কাজ করবে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, আগামী রবি অথবা সোমবার আইনের কাজ শুরু হবে।
 
তিনি বলেন, সরকার কোনো কালক্ষেপণ করেনি। দ্রুত সবাইকে গ্রেফতার করেছে। জিজ্ঞেসবাদ করেছে। ধর্ষণের ঘটনা আন্দোলনের নামে ভিন্ন কিছু করতে চায় কি না সেদিকে নজর রাখতে হবে।
 
এর আগে দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি। তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button