Top Newsখুলনাসংবাদ সারাদেশ

মাগুরায় শিশু আছিয়ার দাফন; ধর্ষকের বাড়িতে আগুন

বাড়িতে শোকের মাতম। মানুষের মাঝে যেন সন্তান হারানোর বেদনা। চোখের জলে শেষ বিদায় জানানো হলো মাগুরায় চাঞ্চল্যকর নির্যাতনের শিকার শিশু আছিয়া খাতুনকে। এশার নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে আছিয়ার আদি নিবাস শ্রীপুরের সোনাইকুন্ডী গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় যেন মানুষের ঢল নেমেছিল। এর আগে তার মরদেহ বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে মাগুরায় পৌঁছায়।

শিশু আছিয়ার প্রথম নামাজে জানাজা আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মাগুরা শহরের নোমানী ময়দানে অনুষ্ঠিত হয়।

প্রথম জানাজায় বক্তব্য দেন— জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, হেফাজত নেতা মামুনুল হক, কেন্দ্রীয় যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন ও মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। এ সময় শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে হাজার হাজার মানুষ উপস্থিত হন।

তার গ্রামের বাড়ি মাগুরা শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে আসিয়ার মৃত্যুর খবরে শোকের মাতম দেখা যায়। এ সময় বাড়িতে প্রতিবেশী গ্রামবাসীসহ আত্মীয়-স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

এদিকে শিশু আছিয়াকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। রাত পৌনে ৮টার দিকে বাড়িটিতে আগুন দেওয়া হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, আসামিদের রিমান্ড চলছে। আসামিরা শিশুটির বড় বোনের শ্বশুর মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামের হিটু শেখ (৪২), দুলাভাই সজীব শেখ (২২), তার বড় ভাই রাতুল শেখ ও রাতুলের মা জায়েদা খাতুন এখন পুলিশ হেফাজতে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button