
ফের ভয়াবহ ভূমিকম্প অনুভূত হল মায়ানমারে। একটা নয় পর পর দুইবার জোড়া ভূমিকম্পে রীতিমত শিহরিত হয়ে উঠল গোটা এলাকা। ফেব্রুয়ারির পর এবার মার্চ। প্রায় এক মাসের ব্যবধানে ফের কেঁপে উঠল প্রতিবেশী দেশ মায়ানমার। অসংখ্য প্রাণহানির সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (২৮ মার্চ) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা ও ব্যাংকক পোস্ট। অবশ্য ব্যাংকক পোস্টের প্রতিবেদনে এ কম্পনের মাত্রা ৭.৪ বলে উল্লেখ করা হয়েছে।
ভিডিওটিতে দেখা গেছে, বড় একটি বহুতল ভবন সম্পূর্ণরূপে ধসে পড়েছে। স্থানীয়রা ভবনটির ভেঙে পড়ার ছবি মোবাইল ফোনে ধারণ করেন। অনেকে দৌড়ে নিরাপদ স্থানে চলে যান। এ সময় আতঙ্কে লোকজন রাস্তায় ছোটাছুটি করতে দেখা যায়।
এছাড়াও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) অনুসারে, মিয়ানমারে ৭.৭ এবং ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এছাড়া থাইল্যান্ড এবং এই অঞ্চলের অন্যান্য স্থানেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।
এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সাগাইংয়ের কাছে। এই ঘটনায় মায়ানমারের মান্দালয়ের ঐতিহাসিক আভা সেতুটি ইরাবতী নদীতে ধসে পড়েছে এবং বেশ কয়েকটি ভবনও ধসে পড়েছে বলে জানা গিয়েছে। কম্পনের মাত্র এতটাই বেশি ছিল যে এর ভয়ংকর তীব্রতা অনুভূত হয়েছে দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশেও। এমনকি কলকাতাতেও মৃদু কম্পন টের পাওয়া গিয়েছে। মায়ানমারে তীব্র ভূমিকম্পের জেরে ভারত ছাড়াও বাংলাদেশ, চিন, লাওস, থাইল্যান্ডে ভূমিকম্প অনুভূত হয়েছে।