বিনোদন

তারকাদের বৈশাখ

মোহনা অনলাইন

পহেলা বৈশাখ মানেই উৎসব আর আনন্দ। সেই আনন্দ উৎসবের মধ্য দিয়েই  শুরু হলো বাঙালির নতুন বছর ১৪৩২ বঙ্গাব্দ। প্রতি বছরের মতো এবারো দেশের মানুষ মেতে ওঠে বর্ষবরণ উৎসবে। সারা দেশে বাংলা নতুন সনকে বরণে ছিল নানা আয়োজন।

বিশেষ এ দিনে পিছিয়ে ছিলেন না শোবিজ তারকারাও। বৈশাখ উদযাপনে তারাও মেতেছিলেন। নানা আয়োজনে বরণ করে নিয়েছেন বাংলা নতুন বছরকে।

বর্তমানে সশরীরে নববর্ষ পালনের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম হয়ে উঠেছে আত্মার নিজস্ব উপলব্ধিকে সবার কাছে পৌঁছে দেওয়ার বড় হাতিয়ার। সাধারণ মানুষের পাশাপাশি এ যাত্রায় সামিল হয়েছেন শোবিজ তারকারাও। চলুন দেখে নেই তারকাদের ফেসবুকে নববর্ষ পালনের ঢেউ…

শাকিব খান তার ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ নববর্ষ।’

গত বছর ছেলে পুণ্যর সঙ্গে তোলা কিছু ছবি পুনরায় শেয়ার দিয়ে পরীমনি বৈশাখে দিয়েছেন নতুন বার্তা।

এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘কারোর জীবনের আনন্দের কারণ না হও কিন্তু অশান্তির কারণ হইয়ো না। বুকের দীর্ঘশ্বাস বলে কিছু থাকে।’

রাফিয়াথ রশিদ মিথিলা লেখেন, ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা। অগ্নিস্নানে শুচি হোক ধরা… বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, এসো হে বৈশাখ… এসো… এসো। শুভ নববর্ষ ১৪৩২।’

বিদ্যা সিনহা মিম লিখেছেন, ‘নতুন বছর হোক ভালোবাসায় পূর্ণ, স্বপ্নে ভরা— শুভ নববর্ষ।’

কয়েকমাস ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে অনিয়মিত ছিলেন আজমেরী হক বাঁধন। তবে নববর্ষের বার্তা দিতে ভুললেন না এই অভিনেত্রী।

নিজের ফেসবুক ওয়ালে তিনি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘হ্যালো, পৃথিবী! শুভ নববর্ষ! শুধু বলতে চাই, আমি এখনও এখানেই আছি।

শবনম ফারিয়া লিখেছেন, ‘বছরের প্রথম সারপ্রাইজ! আল্পনা দেখতে এসে দেখি স্পিড ব্রেকার ছাড়া আর কোথাও কোন রঙের অস্তিত্ব এখানে নাই!’

মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘শুভ নববর্ষ!’

তারকাদের মধ্যে আবার কেউ কেউ সকালে বের হয়েছেন। কেউ দেশের নানা প্রান্তে কনসার্টে গান করেছেন। কেউবা ঘরে বসেই টেলিভিশনে দেখেছেন। এছাড়াও দেশের নানা প্রান্তে তারকারা বাংলা নববর্ষকে পালন করেছেন বর্ণিল আমেজে।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
bn Bengali en English