হাওর এলাকার সমস্ত রাস্তা হবে উড়াল সড়ক করে
ভবিষ্যতে হাওর এলাকার সমস্ত রাস্তাকে এলিভেটেড বা উড়াল সড়ক করে নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাওরের পানিপ্রবাহ ঠিক রাখতে কালভার্টের পরিবর্তে ব্রিজ নির্মাণ করারও নির্দেশনা দিযেছেন তিনি। দুপুরে শেরে বাংলায় এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় ভার্চুয়ালি বক্তব্য দেন শেখ হাসিনা।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় ১০ হাজার ৮৫৫ কোটি ৬০ লাখ ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়।বৈঠকে পদ্মাসেতুসহ নানান বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।
সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম সংবাদ সম্মেলনে জানান, পদ্মাসেতুর নির্মাণকাজে ব্যবহৃত যন্ত্রাংশ দিয়ে জাদুঘর নির্মাণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
হাওর অঞ্চলের যোগাযোগ বাড়াতে এবং মানুষের জীবমনমান উন্নয়নে বেশ কিছু নির্দেশনা দেন সরকারপ্রধান।
মে মাস পর্যন্ত এডিপি বাস্তবায়ন ৬৫ দশমিক পাচ ছয় শতাংশ বলেও জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী।
নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী সিদ্ধান্ত ছিলো বলেও উল্লেখ করেন ডক্টর শামসুল আলম।