Top Newsসংবাদ সারাদেশ

আন্দোলন নিরসনে আমরা কঠোর হতে চাই না: স্বরাষ্ট্র উপদেষ্টা

মোহনা অনলাইন

কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কলেজগুলোর শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলন নিরসনে সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা নেই। ‘আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছি। যারা আন্দোলন করছে তারা আমারই ভাই, কার ওপর কঠোর হব।’

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেছেন, ‘কলেজের সমস্যা আলোচনা করে সমাধান করতে হবে। এ জন্য আমাদের শিক্ষকরা রয়েছেন। কারো রাস্তায় নামার প্রয়োজন নেই। রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে এসেও দাবি জানাতে পারে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা চাই শিক্ষার্থীরা রাস্তায় নেমে সহিংস আন্দোলন না করে নিজেদের দাবির বিষয়ে শান্তিপূর্ণ আলোচনায় অংশ নিক। আগের সরকারের মতো কঠোর পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্য আমাদের নেই।’

এ সময় তিনি ছাত্র ও শিক্ষক প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন একত্রিত হয়ে সমস্যার সমাধান খোঁজার জন্য আলোচনা করেন। ‘সমস্যা সমাধানে আমাদের পদ্ধতি হবে আলোচনার মাধ্যমে, এবং আমরা চাই যে সকল পক্ষের মধ্যে সমঝোতা সৃষ্টি হোক।’

হাওর পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। তিনি বলেন, ‘হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে যদি কোনো অনিয়ম দেখা যায়, তবে তা কঠোরভাবে প্রতিরোধ করা হবে।’ পাশাপাশি তিনি জানান, টাঙ্গুয়ার হাওরে টুরিজম কার্যক্রম চলবে, তবে তা নিয়ন্ত্রিত এবং পর্যাপ্ত নজরদারির মধ্যে থাকবে।

এ সময় সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসিম উপস্থিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button