জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম চলবে ২১ জুন পর্যন্ত।
এম আর আসাদ
সারাদেশে জনশুমারি ও গৃহগণনা ২০২২ শুরু করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ।এ উপলক্ষে দুপুরে পরিকল্পনা কমিশনের শহিদ চত্বরে একটি র্যালি আয়েজিত হয়। র্যালিশেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সাংবাদিকদের জানান, আগামী সাতদিন ধরে প্রায় ৩ লাখ ৬৬ হাজার গণনাকর্মী এ শুমারি পরিচালনা করবে।
২২ জুন দেশের বর্তমান জনসংখ্যা সম্পর্কে একটি প্রাথমিক ধারণা পাওয়া যাবে। এ শুমারিতে ২০ হাজার স্থানে ভাসমান মানুষদের তথ্যও সংগ্রহ করা হবে।
সারাদেশে জনশুমারি ও গৃহগণনা উপলক্ষে পরিকল্পনা কমিশনের শহিদ চত্বরে র্যালি আয়োজন করে পরিসংখ্যান ব্যুরো।
র্যালিশেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম সাংবাদিকদের জানান, কার্যক্রম শেষ হলে দেশের বর্তমান জনসংখ্যা সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যাবে।
এদিকে, চাঁদপুরে জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান,এর মাধ্যমে মাধ্যমে দেশে শিক্ষার হারের সঠিক পরিসংখ্যান পাওয়া যাবে।
জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম চলবে ২১ জুন পর্যন্ত।