
ঈদের ছুটি শেষে আজ থেকে খুলছে সব সরকারি-বেসরকারি অফিস। পরিবারের সাথে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে অফিসে যোগ দিতে ভোরেই রাজধানীতে ফিরে আসছেন অনেকে।
আজ (রোববার) সকালে মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ভোর থেকেই দূরপাল্লার বাসগুলো টার্মিনালে যাত্রীবোঝাই হয়ে প্রবেশ করছে।
গতকালকের মতো আজও সারাদিন ঢাকায় ফেরা মানুষদের চাপ থাকবে বলে ধারণা করা হচ্ছে।
গ্রামে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদ্যাপন শেষে রাজধানীতে ফিরছেন কর্মমুখী মানুষ। দেশেরে মধ্যাঞ্চলের মানুষ স্বস্তিতে ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরে কর্মস্থলে যোগ দিতে ব্যস্ত। ফেরা মানুষদের কেউ কেউ সরাসরি অফিসে যাচ্ছেন, আবার কেউ কেউ পরিবার বাসায় রেখে কর্মস্থলে যোগ দেবেন।
তবে অফিসের তাড়া ছাড়াও অনেকে ফিরছেন। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আসিফ বলেন, এবারের ঈদে যেহেতু লম্বা একটা ছুটি ছিল,তাই বাবা-মায়ের সাথে মনভরে সময় কাটিয়ে আসলাম।
যাত্রাপথে কোনো ভোগান্তি হয়েছে কি না,এমন প্রশ্নে তিনি বলেন,এবারের ঈদযাত্রায় তেমন কোনো ভোগান্তি হয়নি।