Top Newsআন্তর্জাতিক

ভারতে ভয়াবহ বাস দুর্ঘটনা, ছিলেন ৭০ জনের বেশি বাংলাদেশি

মোহনা অনলাইন

ভারতের ওড়িশা রাজ্যের রাজধানী ভুবনেশ্বরে এক মর্মান্তিক বাস দুর্ঘটনা ঘটেছে। বাসে থাকা যাত্রীদের মধ্যে ৭০ জনেরও বেশি বাংলাদেশি পর্যটক। এই ঘটনায় নিহত হয়েছেন ১ জন। এতে গুরুতর আহত হয়েছেন ১৫ জন।

রোববার (৬ এপ্রিল) ভুবনেশ্বরের উত্তরা চকের সিফা এলাকার কাছে এই মর্মান্তিক বাস দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম ওড়িশা টিভির খবরে জানা যায়, রোববার সকালে একটি পর্যটকবাহী বাস যাত্রীসহ পুরির দিকে যাচ্ছিল। বাসটিতে থাকা যাত্রীদের অধিকাংশই ছিলেন বাংলাদেশি নাগরিক। তারা সম্প্রতি কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করে পশ্চিমবঙ্গ হয়ে ইসকন মায়াপুরের মাধ্যমে ভারতে প্রবেশ করেছিলেন। সেখান থেকে তারা ওড়িশার বিভিন্ন তীর্থস্থান পরিদর্শনের জন্য যাচ্ছিলেন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বাহিনীকে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও দমকলকর্মীরা আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। আহতদের দ্রুত অ্যাম্বুলেন্সে করে ভুবনেশ্বরের ক্যাপিটাল হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। নিহত ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। পুলিশ তার পরিচয় জানার চেষ্টা করছে।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, উত্তরা চকের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর জেরেই বাসটি রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনার ফলে এলাকায় কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ভয়াবহ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। বাসের চালকের কোনো গাফিলতি ছিল কিনা বা অন্য কোনো কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা তদন্তের পরই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ভুবনেশ্বরের পাশাপাশি বাংলাদেশেও, যেখানে বহু মানুষ তাদের প্রিয়জনদের খবর জানার জন্য উদ্বিগ্ন। ক্যাপিটাল হাসপাতাল কর্তৃপক্ষ আহতদের চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা নিয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
bn Bengali en English