করোনার মতো চলমান বৈশ্বিক সংকটও সফলভাবে মোকাবিলা করতে পারবে বাংলাদেশ:প্রধানমন্ত্রী
নাসির উদ্দিন
অর্থনৈতিক মন্দা মোকাবিলায় দেশবাসীকে উৎপাদন বাড়ানো ও সঞ্চয়ের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন,করোনার মতো চলমান বৈশ্বিক সংকটও সফলভাবে মোকাবিলা করতে পারবে বাংলাদেশ।
শনিবার ( ০৫ নভেম্বর ২০২২) জাতীয় সমবায় দিবসের আলোচনায় এসব বক্তব্যের পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নে সমবায়কে গুরুত্ব দেয়ার কথা বলেন সরকার প্রধান। তিনি জানান, নেপাল ও ভূটানের সঙ্গে জলবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে বিদ্যুতের চাহিদা পূরণের পরিকল্পনা নেয়া হয়েছে।
বাংলাদেশে সমবায়ের আনুষ্ঠনিক যাত্রা শুরু হয় ১৯০৪ সালে। বর্তমানে দেশে সমবায় সমিতির সংখ্যা ১ লাখ ৯৩ হাজার। এখানে সমবায়ী আছেন ১ কোটি ২১ লাখের বেশি। যারা পুঁজিগঠন, বিনিয়োগ, উৎপাদন ও বিপননের মাধ্যমে নিজেদের ভাগ্যন্নোয়নের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ভূমিকা রাখছে।
৫১তম জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে ১০টি সমবায় সমিতিকে পুরস্কার প্রদান করে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পদক তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন সরকার প্রধান।
বক্তব্যে তিনি বলেন, কৃষি উন্নয়ন ও জীবন-জীবিকার জন্য সমবায় গুরুত্বপূর্ণ। এ প্রক্রিয়াতেই নিজস্ব উৎপাদন ও সঞ্চয় বাড়ানো সম্ভব।
প্রধানমন্ত্রী আরো বলেন, যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক দুরাবস্থা চলছে। তবে করোনার মতো এ সংকটও সফলভাবে মোকাবিলা করবে বাংলাদেশ।
জ্বালানি চাহিদা মেটাতে সোলার প্যানেলের পাশাপাশি প্রতিবেশি দেশ থেকে জলবিদ্যুৎ আনার পরিকল্পনার কথাও জানান তিনি।চলমান উন্নয়ন বাধাগ্রস্ত হয়, এমন কোন সিদ্ধান্ত না নিতে দেশবাসীর প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।