ভারতের হিমাচল প্রদেশে ২৪ ঘণ্টার মধ্যে ভারি বৃষ্টিজনিত পৃথক ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে বলে রাজ্যটির মুখ্যমন্ত্রী নিশ্চিত করেছেন।। রবিবার থেকেই সেরাজ্যে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল। তারপরেই সোমবার সোলানের সাত জনের মৃত্যুর খবর মেলে। সেই সঙ্গে শিমলার একটি মন্দির ধসে গিয়ে ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। হড়পা বানের জেরে অন্তত দু’টি বাড়ি ধ্বংস হয়েছে ।
এমন পরিস্থিততে আবহাওয়া দপ্তরের আশঙ্কা, আগামী ২৪ ঘণ্টাও প্রবল বৃষ্টি হবে রাজ্যজুড়ে। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত স্কুলে ছুটি ঘোষণার পাশাপাশি মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু।
সোমবার সকাল সাতটা নাগাদ সোলানের জাদোন গ্রামে হড়পা বানের খবর মেলে। দু’টি বাড়ি ও একটি গোয়াল ভেসে যায়। প্রাথমিকভাবে বেশ কয়েকজনের আটকে পড়ার খবর মেলে। উদ্ধারকাজ শুরু হওয়ার পরে সাতজনের মৃতদেহ পাওয়া যায়। আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা উদ্ধারকারীদের।
শিমলা শহরে ভূমিধসের দুটি ঘটনা ঘটেছে, এতে ১৫ থেকে ২০ জন মাটিচাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে, শিমলায় ধসে গিয়েছে একটি মন্দির। সেখানে থেকে ইতিমধ্যেই ৯ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এখনও বেশ কয়েকজন চাপা পড়ে রয়েছেন বলে খবর।
অন্যদিকে, সোমবার হিমাচল প্রদেশের ছ’টি জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবার রাজ্যের সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই রাস্তায় পানি জমে রাজ্যের একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। দুর্যোগের কথা মাথায় রেখে বেশ কিছু রাস্তা বন্ধ রাখারও সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।