ইকুয়েডরের রাজধানী কুইটোতে মাত্র ৫ দিনের মাথায আরেক রাজনীতিবিদ খুন হয়েছেন। রাজনীতিবিদ পেদ্রো ব্রায়োনেসকে বাড়ি ফেরার সময় অজ্ঞাত বন্ধুকধারীরা মোটরসাইকেলে এসে তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।
ইকুয়েডরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ আগস্ট । এরই মধ্যে দেশটিতে রাজনীতিবিদদের হত্যাকাণ্ডের ঘটনা বেড়ে চলেছে। মাত্র পাঁচদিন আগেই রাজধানী কুইটোতে প্রেসিডেন্ট পদপ্রাথী ফার্নান্দো ভিলাভিনসিওকে গুলি করে হত্যা করা হয়েছিল। গত জুলাই মাসে আততায়ীর হাতে খুন হয়েছিলেন একজন মেয়র।
ব্রায়োনেস বামপন্থী দল সিটিজেন রেভ্যুলশনারি পার্টির নেতা ছিলেন। দলের প্রেসিডেন্ট প্রার্থী লুইজা গনজালেস এই ঘটনায় শোক জানিয়ে বলেছেন, `আমাদের দেশ এখন রক্তক্ষয়ী সময় পার করছে।‘
সাবেক প্রেসিডেন্ট রাফায়েল করিয়া এই দলের প্রতিষ্ঠাতা। তিনি বলেন, `তারা আমাদের আরেকজন সহকর্মীকে হত্যা করেছে। আর এভাবে চলতে দেওয় যায় না।
এই ঘটনায় এখনও আনুষ্ঠনিকভাবে কোনও মন্তব্য করেনি পুলিশ। তবে স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দুজন বন্দুকধারী ব্রায়োনসকে গুলি করে পালিয়ে গেছে।
তবে হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।