আন্তর্জাতিক

২০২৪ সালে আরও গরমে ‘পুড়বে’ বিশ্ব!

মোহনা অনলাইন

জুলাই মাসকে বিশ্বের সবচেয়ে উষ্ণতম মাস হিসেবে দাবি করেছেন বিজ্ঞানীরা। প্রায় ২৫০ বছরের মধ্যে রেকর্ড উষ্ণতম জুলাইয়ের সাক্ষী থাকল পৃথিবী। এছাড়াও আগামী বছর ২০২৪ সাল নিয়েও উদ্বেগ জানিয়েআন্তর্জাতিক আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থাগুলো।

চলতি বছরের চেয়ে আগামী বছর আরো গরম বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বুধবার সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন মহাকাশ সংস্থা নাসার গোদার্ড ইনস্টিটিউট অফ স্পেস স্টাডিজ এবং ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা আগামী দিনগুলো নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করছে।

প্রতিবেদনে বলা হয়, আমেরিকার জলবায়ু বিশেষজ্ঞরা জানিয়েছেন, যে সময় থেকে তথ্য আছে, সেইসময় থেকে এখন পর্যন্ত বিশ্বের সর্বকালের তৃতীয় উষ্ণতম বছর হল ২০২৩ সাল।

সর্বকালের উষ্ণতম বছরের প্রথম পাঁচের মধ্যে যে ২০২৩ সাল থাকবে, সেটার সম্ভাবনা ৯৯ শতাংশ বলে জানিয়েছেন জলবায়ু বিশেষজ্ঞরা। এছাড়াও জলবায়ু বিশেষজ্ঞদের আশঙ্কা, ২০২৩ সালের থেকেও বেশি গরম পড়বে ২০২৪ সালে।

গোদার্ড ইনস্টিটিউট অফ স্পেস স্টাডিজের তরফে জানানো হয়, ১৮৮০ সালে শেষবার এতটা গরম পড়েছিল জুলাইয়ে। আর ১৯৫১ সাল থেকে ১৯৮০ সালের মধ্যে জুলাইয়ের গড় তাপমাত্রা বিবেচনা করলে ২০২৩ সালের জুলাই মাসে গরম বেশি ছিল শতকরা ১.১৮ ডিগ্রি।

কার্স্টেন হাউস্টেইন বলেন, ‘আমাদের গ্রহে এরকম উষ্ণ পরিস্থিতির খোঁজ পেতে হাজার হাজার বছর পেছনে ফিরে যেতে হবে। এর আগে, বরফ স্তরের কেন্দ্র ও বৃক্ষচক্রের মতো জিনিস থেকে প্রাপ্ত জলবায়ু রেকর্ড প্রস্তাব করে যে, গত ১ লাখ ২০ হাজার বছরের মধ্যে পৃথিবী এত উষ্ণ আর কখনোই ছিল না।’
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button