কুরআন অবমাননার অভিযোগে পাকিস্তানের ফয়সালাবাদে মুসলিমদের একটি দল স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের উপর হামলা চালায়। একাধিক গির্জায় ভাংচুর এবং বাড়িঘরে অগ্নিসংযোগ করে।
পুলিশ জানায়, শিল্পনগরী ফয়সালাবাদের জারানওয়ালাতে বুধবার হামলার ওই ঘটনা ঘটে। খ্রিস্টান সম্প্রদায়ের যে দুইজনের বিরুদ্ধে কুরআনকে অসম্মান করার অভিযোগ উঠেছে তারা এবং তাদের পরিবারের সদস্যরা হামলার ভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে।
এদিকে ধর্ম অবমাননার অভিযোগ ওঠা ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশ একটি মামলা করেছে। পাঞ্জাব পুলিশের প্রধান উসমান আনোয়ার বলেন, বিক্ষোভকারীদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। ওই এলাকা ঘিরে রাখা হয়েছে।
তিনি বলেন, ওই এলাকায় সরু গলিতে ছোট দুটি থেকে তিনটি চার্চ রয়েছে। সেখানে একটি প্রধান চার্চও অবস্থিত। বিক্ষোভকারীরা এসব চার্চের কিছু অংশ ভাঙচুর করেছেন।