হ্যারিকেন হিলারি এখন মেক্সিকো প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে যাচ্ছে। মার্কিন আবহাওয়াবিদরা সতর্ক করেছেন যে, হিলারি দুর্বল হয়ে পরলেও এর কারণে প্রাণ বিপর্যয়কারী বন্যা হতে পারে। খবর বিবিসির।
এ নিয়ে ইতিমধ্যে স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের বিশাল অংশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর গ্যাভিন নিউজম। গভর্নরের কার্যালয় থেকে বলা হয়েছে, ইতিমধ্যে স্থলভাগে সাত হাজার ৫০০ নৌকা মজুদ রাখা হয়েছে।
মার্কিন ন্যাশনাল হ্যারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৭৫ কিলোমিটার নিয়ে হিলারি এখন ক্যাটাগরি-২ এর শক্তিশালী হ্যারিকেন। ইতিমধ্যে মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া দ্বীপ ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কিছু অংশে ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে।
তবে ক্যালিফোর্নিয়ায় পৌঁছার আগেই আরও দুর্বল হয়ে পড়বে হিলারি। এটি সেখানে গ্রীষ্মমন্ডলীয় ঝড়ে পরিণত হবে। প্রতিবেদনে বলা হয়েছে, ৮০ বছরেরও বেশি সময়ের মধ্যে মার্কিন রাজ্যে আঘাত করা প্রথম গ্রীষ্মমন্ডলীয় ঝড় হবে এটি।
এনএইচসি তাদের সবশেষ তথ্যে জানিয়েছে, এ মুহূর্তে হিলারি বাজা ক্যালিফোর্নিয়ার পশ্চিমতম পয়েন্ট পুন্টা ইউজেনিয়া থেকে প্রায় ৪৫৯ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে।এনএইচসি-এর একজন সিনিয়ন হ্যারিকেন বিশেষজ্ঞ বলেছেন, হিলারি দ্রুত দুর্বল হয়ে পড়ছে বলে মনে হচ্ছে।
হিলারি নিয়ে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির ফেডারেল এমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সিকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।