চিনি আমদানিতে শুল্ক কমিয়ে অর্ধেক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), তবু কমেনি দাম। উল্টো সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা।তাতে প্রতি কেজি চিনির দাম দেড় শ টাকা ছুঁয়েছে।
বিক্রেতারা জানিয়েছেন, বাজারে প্যাকেটজাত চিনির সরবরাহ নেই বললেই চলে। দাম হঠাৎ করে বেশি বাড়ার কারণে অনেক খুচরা বিক্রেতা খোলা চিনি বিক্রি বন্ধ রেখেছেন।
বাজার ঘুরে দেখা যায়, বাজারে বেড়েছে খোলা ও প্যাকেটজাত চিনির দাম। প্রতিকেজি খোলা ও প্যাকেটজাত চিনি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকায়। এক সপ্তাহ আগে যা ছিল ১৩৫ থেকে ১৪০ টাকা।
ক্রেতারা বলছেন, সরকার চিনির শুল্ক কমিয়েছে, তবু দাম কমাচ্ছে না বিক্রেতারা। উল্টো সরবরাহ সংকটের অজুহাত দেখিয়ে দাম ১০ টাকা বাড়িয়েছে। করিম নামে এক ক্রেতা বলেন, চিনির দাম হুহু করে বাড়ছে। দাম নিয়ন্ত্রণে শুধু শুল্ক কমালে চলবে না, কঠোর তদারকি প্রয়োজন।
এর আগে বুধবার (১ নভেম্বর) চিনির আমদানি শুল্ক কমিয়ে অর্ধেক করে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রজ্ঞাপন অনুযায়ী, অপরিশোধিত চিনি আমদানির ক্ষেত্রে প্রতিটন চিনিতে শুল্ক কমানো হয়েছে ১ হাজার ৫০০ টাকা। আর পরিশোধিত চিনির ক্ষেত্রে টনপ্রতি আমদানি শুল্ক ৩ হাজার টাকা কমানো হয়েছে।
শুল্ক কমানোর এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে এনবিআরের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত চিনির আমদানি শুল্ক ছাড়ের এই সুবিধা কার্যকর থাকবে।