জাতীয়

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল শুরু

মোহনা অনলাইন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারা দেশে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে সোমবার (৪ ডিসেম্বর)। আজ থেকে শুরু হয়েছে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের প্রার্থিতা ফিরে ফেতে নির্বাচন কমিশনে আপিল। 

যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তারা ৫ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত আপিল করতে পারবেন। ১০ ডিসেম্বর থেকে আপিল শুনানি শুরু হবে। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

সে অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে আপিল দায়েরের প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় অবৈধ ঘোষিত প্রার্থীরা আসতে শুরু করেছেন নির্বাচন কমিশন ভবনে। আজ যারা প্রার্থিতা অবৈধ ঘোষণার বিরুদ্ধে প্রয়োজনীয় নথি জমা দেবেন শুধু সেসব প্রার্থীকেই টোকেন সংগ্রহ করতে বলেছে নির্বাচন কমিশন। আপিল করতে ১১টি বুথ তৈরি করা হয়েছে। বুথ-১ রংপুর অঞ্চল, বুথ-২ রাজশাহী অঞ্চল, বুথ-৩ খুলনা অঞ্চল, বুথ-৪ বরিশাল অঞ্চল, বুথ-৫ ময়মনসিংহ অঞ্চল, বুথ-৬ ঢাকা অঞ্চল, বুথ-৭ ফরিদপুর অঞ্চল, বুথ-৮ সিলেট অঞ্চল, বুথ-৯ কুমিল্লা অঞ্চল ও বুথ-১০ চট্টগ্রাম অঞ্চলের জন্য বরাদ্দ রাখা হয়েছে। বাকী একটি বুধ নির্বাচন কমিশনের। সংশ্লিষ্ট অঞ্চলের জেলাসমূহের সব অবৈধ ঘোষিত প্রার্থী নিজ নিজ বুথে গিয়ে প্রার্থিতা ফিরে পাবার আপিল করতে পারবেন।

ইসি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি মনোনয়ন বৈধ হয়েছে ঢাকা অঞ্চলে। এখানে ৩১৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। এই অঞ্চলে মনোনয়ন বাতিল হয়েছে ১১৪টি। ঢাকায় মোট মনোনয়ন দাখিল করেছিলেন ৪৩১ জন প্রার্থী। সবচেয়ে কম মনোনয়ন বৈধ হয়েছে ফরিদপুরে ৮০ জন প্রার্থীর। বাতিল হয়েছে হয়েছে ২৩ জন প্রার্থীর মনোনয়ন। এই অঞ্চলে মনোনয়ন দাখিল করেছিলেন মোট ১০৩ প্রার্থী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button