Top Newsজাতীয়

বিচার বানচালে মোটা অঙ্কের অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে

মোহনা অনলাইন

জুলাই-আগস্টের গণহত্যার বিচার বানচালে মোটা অঙ্কের অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এই ষড়যন্ত্রের পেছনে কারা রয়েছে, সে সম্পর্কেও সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে বলে তিনি দাবি করেছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে তিনি এসব কথা জানান।

চিফ প্রসিকিউটর বলেন, “জুলাই-আগস্টের গণহত্যার বিচার প্রক্রিয়া বানচাল করতে পতিত সরকার ও তাদের সহযোগীরা বিপুল অর্থ বিনিয়োগ করেছে। আমরা ইতোমধ্যে এর সুনির্দিষ্ট প্রমাণ সংগ্রহ করেছি এবং নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করেছি।”

তিনি আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম এই ষড়যন্ত্রের সমস্ত দিক তদন্ত করে দেখছে এবং বিচার প্রক্রিয়া যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এর আগে, বুধবার (২ এপ্রিল) চিফ প্রসিকিউটর জানান, জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার খসড়া তদন্ত রিপোর্ট প্রসিকিউশনের হাতে এসেছে। এই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
bn Bengali en English