বিনোদন

দুইদিনে ‘বরবাদ’এর আয় কত!

মোহনা অনলাইন

এবারের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের নতুন ছবি ’বরবাদ’। সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সসহ সারাদেশে ১২০ হলে একযোগে চলছে সিনেমাটি।

ঈদের দিন থেকেই প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড় চোখে পড়েছে। এমনকি মাল্টিপ্লেক্সগুলোতে অগ্রিম টিকিট বুক করেও সিনেমা দেখা যাচ্ছে না। দর্শকদের চাপে একের পর এক শো বেড়েছে বরবাদের। এমন অবস্থায় ছবিটি মুক্তির প্রথম দুইদিনের আয় কত ছিল, তা জানার আগ্রহ তৈরি হয়েছে ভক্তদের।

বাংলাদেশে কোনো বক্স অফিস কালেকশনের রেকর্ড নেই, সে হিসেবে  সিঙ্গেল স্ক্রিন থেকে দুই দিনে ‘বরবাদ’ কতো টাকা আয় করলো তা সহজে জানার সুযোগ খুব একটা নেই।

তবে হল মালিকরা বেশ মোটা অংকের বুকিং মানি দিয়ে ছবিটি তাদের প্রেক্ষাগৃহে চালাচ্ছেন। সারাদেশে প্রায় একশ’টির মতো হলে বর্তমানে বরবাদের একাধিক শো চলছে।

সিঙ্গেল স্ক্রিনের আয়ের হিসেবটা জানা না গেলেও মাল্টিপ্লেক্সে ছবিটি দুই দিনে কতো আয় করেছে তা জানা গেছে। দেশের জনপ্রিয় অভিনেত্রী ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী নওশাবা আহমেদ সম্প্রতি একটি ফটোকার্ড শেয়ার করেছেন।

যেখানে দেখা গেছে মাল্টিপ্লেক্সে ‘বরবাদ’ ছবির দু’দিনের গ্রস আয়ের চিত্র। দেখা যাচ্ছে ছবিটি দু’দিনে মোট ৭২ লাখ ৬১ হাজার টাকা আয় করেছে। এতে প্রথম দিনে ‘বরবাদ’-এর আয় ছিলো ২৮ লাখ ৩০ হাজার টাকা, আর দ্বিতীয় দিনে তা বেড়ে দাঁড়ায় ৪৪ লাখ ৩১ হাজার টাকা।

এদিকে, গত কয়েক বছরের রোজার ঈদের সাথে তুলনা করলে শাকিবের ‘বরবাদ’ বেশ ভালো ওপেনিং দিয়েছে। কারণ গত বছর ‘রাজকুমার’ মাত্র ১২ লাখ টাকা ওপেনিং দিয়েছিল। যা এবারের ঈদের প্রথম দিনে ছাড়িয়ে গেছে বরবাদ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
bn Bengali en English