রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। রোববার বিকেল ৪টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নেভাতে তাদের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌছেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ওই ইউনিটগুলো।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে তাদের টিম সেখানে গেছে। বেলা সোয়া ৪টায় সময়ও ওই বস্তিতে কাঁচা ঘর পুড়ছিল, আগুনের শিখা অনেক দূর থেকেও দেখা যাচ্ছিল।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরে কর্মরত ফায়ারম্যান মো. সাকিব প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।