
তিতাস গ্যাসের পাইপলাইন স্থানান্তর কাজের কারণে বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা ঢাকার অন্তত ৩০টি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
টেংরা, বাহির টেংরা, হাজীনগর, আমতলা, বড়ভাঙ্গা, কোদালদোয়া, সানারপাড়, নিমাইকাশারি, নামা শ্যামপুর, জিয়া সরণি, জাপানি বাজার, তিতাস গ্যাস সড়ক, ছাপড়া মসজিদ, রূপসী বাংলা হাসপাতাল, শনির আখড়া, আরএস টাওয়ার এলাকা, গোবিন্দপুর, মাতুয়াইল, মৃধাবাড়ি, কাজলা, ভাঙ্গা ব্রিজ, ডেমরা, স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, পাইটি, জহির স্টিল, শাহরিয়ার স্টিল, ধার্মিক পাড়া ও কাউন্সিলপাড়া।
এইসব এলাকার সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সংযোগ পুরোপুরি বন্ধ থাকবে। এছাড়া আশপাশের এলাকাগুলোতে গ্যাসের চাপ কম থাকতে পারে।
সাময়িক ভোগান্তির জন্য দুঃখপ্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।