মিস ইউনিভার্স প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিচ্ছে সৌদি আরব। এবার দেশটি থেকে প্রতিনিধিত্ব করবেন রুমি আলকাথটানি।
সোমবার (২৫ মার্চ) মিস ইউনিভার্সে সৌদি আরবের প্রতিনিধি হিসেবে আলকাহতানির নাম ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে ইতিহাস গড়েন এই তরুণী। কেননা এর আগে রক্ষণশীল সৌদি আরব থেকে কেউ মিস ইউনিভার্সে অংশ নেননি, তিনিই প্রথম।
মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ নেয়া রুমি আলকাথটানির বয়স ২৭। তিনি পেশায় একজন মডেল এবং অনলাইন ইনফ্লুয়েন্সার হিসেবেও তার বেশ খ্যাতি রয়েছে। ইনস্টাগ্রাম প্লাটফর্মে তার ফলোয়ার সংখ্যা ১০ লক্ষ। সোমবার আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা তিনি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেন।
দেশটির রাজধানী রিয়াদে জন্ম নেওয়া আলকাহতানি এর আগেও বেশ কয়েকটি বৈশ্বিক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। এর মধ্যে কয়েক সপ্তাহ আগে সর্বশেষ মালয়েশিয়ায় মিস এবং মিসেস গ্লোবাল এশিয়ায় অংশ নেন তিনি।