শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ পুরস্কার পেয়েছেন বলে যে তথ্য গণমাধ্যমে প্রচার করা হচ্ছে তা সত্য নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
তিনি বলেন, ইসরায়েলি একজন ভাস্করের দেওয়া পুরস্কার ড. মুহাম্মদ ইউনূস প্রতারণামূলকভাবে ইউনেস্কোর পুরস্কার বলে প্রচার চালিয়েছেন। আজ বুধবার (২৭ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন শিক্ষামন্ত্রী|
তিনি আরও বলেন, ইউনেস্কোর নয় ড. ইউনূস ইসরাইলের একজন ভাস্কর শিল্পীর সম্মাননা পেয়েছেন। একজন দণ্ডিত ব্যক্তিকে সম্মাননা দেওয়া আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করা উল্লেখ করে মন্ত্রী বলেন, বিষয়টি ইউনেস্কোর সদর দফতরে জানানো হবে। সচিবালয়ে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।