লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর বেলতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধ হয়েছেন আরও দু’জন। শনিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।
নিহত মুরলি বর্মণ রায় চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের সুশীল চন্দ্রের ছেলে। এ নিয়ে গত চার দিনের ব্যবধানে লালমনিরহাট সীমান্তে দ্বিতীয় বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনা ঘটালো বিএসএফ।
বিজিবি ও পুলিশ জানায়, শনিবার রাতে মুরলি চন্দ্রসহ প্রায় ২০ জনের একটি বাংলাদেশির দল গরু আনতে সীমান্তে যায়। এসময় বিএসএফের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে মুরলিসহ মিজানুর ও লিটন মিয়া নামে অপর দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হন। পরে তাদের সহযোগীরা আহতদের উদ্ধার করে নিয়ে আসলে মুরলি চন্দ্র বর্মণ মারা যান। গুলিবিদ্ধ অপর দুই বাংলাদেশি অজ্ঞাত স্থানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় প্রতিবাদ জানানোসহ বিএসএফেকে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।