আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট জো বাইডেন এবং রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মত মুখোমুখি হচ্ছেন। কিন্তু এর মাঝে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘অপহরণের’ ভিডিও পোস্ট করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পিকআপ ট্রাকের পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের হাত-পা বাঁধা ছবি লাগানো একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।স্থানীয় সময় শুক্রবার (২৯ মার্চ) ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ভিডিওটি পোস্ট করেন। খবর রয়টার্সের।
এ বিষয়ে বাইডেনের নির্বচনী প্রচার শিবির তার বিরুদ্ধে অভিযোগ করে বলেছে, ট্রাম্প নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে দিয়ে ‘প্রতিনিয়তই রাজনৈতিক সহিংসতা উষ্কে দিচ্ছেন’। বাইডেনের মুখপাত্র মাইকেল টায়লার বার্তা সংস্থা এএফপিকে বলেন, ডোনাল্ড ট্রাম্পের এই ছবিটি এমন বাজে ধরনের যা দেখে মনে হচ্ছে আপনি রক্তপাতের জন্য ডাকছেন।
সম্প্রতি একটি নির্বাচনী সমাবেশে গিয়ে ট্রাম্প বলেছিলেন, আমি নির্বাচিত না হলে ‘রক্তগঙ্গা’ বইবে। যদিও এ বক্তব্য দিয়ে তিনি কী বোঝাতে চাইছেন, সেটি পরিষ্কার হয়নি। অভিবাসীদের নিয়েও কটাক্ষ করে তিনি বলেছিলেন, ‘তারা আমাদের দেশের রক্ত বিষাক্ত করছে’। আক্রমণাত্মক ছবি ও ভাষা ব্যবহার করার ঘটনা ট্রাম্পের জন্য নতুন কিছু নয়।
ওবামা প্রশাসনের সাবেক কর্মকর্তা ও বর্তমান সিএনএন জাতীয় নিরাপত্তা বিশ্লেষক জুলিয়েট কায়েম লিখেছেন— ‘ট্রাম্প সব কিছু ফেলে সহিংসতাকে কৌশল হিসেবে নিয়েছেন।’