সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল বুধবার দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে।
আজ মঙ্গলবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা পালন শেষ হবে। পবিত্র দুই মসজিদ কাবা ও মসজিদে নববির রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষের দাপ্তরিক ফেসবুক পেজ ইনসাইড দ্য হারামাইনে নিশ্চিত করা হয়েছে এই তথ্য।
সৌদি গেজেট এক্সে এক পোস্টে জানায়, শাওয়াল মাসের চাঁদ সোমবার দেখা যায়নি। এর অর্থ হলো এ বছর রমজান মাস ৩০ দিন এবং ঈদ ১০ এপ্রিল বুধবার।