দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভারতের চাপে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আত্মগোপন করেছিলেন- এমন ধারণা নাকচ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার পিটার হাসের লুকিয়ে থাকার বিষয়ে অবস্থান স্পষ্ট করেন।
ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বাংলাদেশে নির্বাচনের ঠিক আগে কথিত ভারতীয় চাপে পিটার হাস আত্মগোপনে ছিলেন, এটি কি সত্য? একজন সিনিয়র ভারতীয় কূটনীতিক এমন দাবি করেছেন।
জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, নয়াদিল্লিতে হওয়া সব বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের দিকে নজর রাখিনি আমি। পিটার হাসের আত্মগোপন প্রসঙ্গে তিনি হাসতে হাসতে বলেন, না; আত্মগোপনের তথ্যটি সঠিক নয়। সম্প্রতি নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে বাংলাদেশে সাম্প্রতিক নির্বাচনের আগে কূটনৈতিক তৎপরতার কিছু তথ্য ওঠে আসে।