মধ্য গাজার নুসেইরাত শিবিরে ইসরায়েলি বিমান হামলায় চার শিশুসহ অন্তত ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা সিভিল ডিফেন্স এমনটি জানিয়েছে।
পবিত্র ঈদুল ফিতরের আগের দিন মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় এ হামলা চালানো হয়। এ খবর দিয়েছে ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা।
এর আগে আল জাজিরা জানিয়েছিল, ইসরায়েলি হামলায় চার শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার পর মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের প্রাক্কালে এই প্রাণঘাতী হামলা চালানো হয়।
গাজা সিভিল ডিফেন্স জানায়, তাদের সদস্যরা নুসেইরাত শিবিরের আল-জাওয়াইদা অঞ্চলে আবু ইউসুফ পরিবারের একটি বাড়ি থেকে ১৪টি মরদেহ উদ্ধার করেছে।
প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের ফলে এ পর্যন্ত ৩৩ হাজার ৩৬০ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই শিশু এবং নারী। এ ছাড়া ৭৫ হাজার ৯৯৩ জনেরও বেশি আহত হয়েছে।