শাওয়ালের চাঁদ দেখা গেছে, কাল ঈদ
বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। পবিত্র ঈদুল ফিতর আগামীকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) উদযাপন হবে। এদিকে, দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবার সঙ্গে ঈদের ভাগাভাগি করার আহ্বান জানিয়েছেন তিনি।
ঈদের দিন ঈদ জামাতের জন্য জাতীয় ঈদগাহ ময়দান ও বায়তুল মোকোররকসহ সারাদেশের ঈদগাহ ময়দানগুলো। প্রতিবারের মতো এবারও জাতীয় ঈদগাহ ময়দানে হবে ঈদের ৫টি জামাত। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে এবার ১৯৭তম ঈদের জামাত হবে। নামাজ শুরু হবে সকাল ১০টায়।
মঙ্গলবার (৯ এপ্রিল) দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এবার ৩০ রমজান পূর্ণ হয়েছে। এর আগে মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় (মাগরিবের নামাজের পর) ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
এর আগে মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় (মাগরিবের নামাজের পর) ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত বৈঠক শেষে বৃহস্পতিবার ঈদ উদযাপনের ঘোষণা দেয় জাতীয় চাঁদ দেখা কমিটি।