বৈশাখী উৎসবে গান নিয়ে আসছে ঘুণপোকা
বৈশাখী উৎসবে গান নিয়ে আসছে বর্তমান সময়ের জনপ্রিয় ব্যান্ড ঘুণপোকা। আগামীকাল শনিবার (১৩ এপ্রিল) কেরাণীগঞ্জের ভাওয়াল স্কুল মাঠের এই জমকালো আয়োজনে ঘুণপোকা ছাড়াও মাকসুদ ও ঢাকা, চাইম, অবসকিওর, মিজান অ্যান্ড ব্রাদার্স, পথিক নবী, জলিল চিশতী, কাজল দেওয়ান ও মুক্তা সরকার।
আয়োজকরা মোহনা ডিজিটালকে জানিয়েছেন, সদ্যপ্রয়াত বাংলাদেশের কিংবদন্তি খালিদ হোসেনকে উৎসর্গ করা হচ্ছে এবারের আয়োজন।
২০০৫ সালে ‘ঘুণপোকা’ ব্যান্ডটি গঠিত হয়। তাদের প্রথম অ্যালবাম ‘সং’ প্রকাশ হয় ২০১৫ সালে। অ্যালবামের গানগুলো শ্রোতাদের আকৃষ্ট করে। এরপর আরও কিছু মিক্সড অ্যালবাম এবং সিঙ্গেলস উপহার দিয়েছে ব্যান্ডটি। সর্বশেষ মাস ছয়েক আগে প্রকাশ হয়েছে তাদের ‘দ্যাখা সাহস’ শিরোনামের গানটি। যেটা ব্যবহৃত হয়েছে ‘সাহস’ নামের সিনেমায়।
‘ঘুণপোকা’র বর্তমান লাইনআপ: রাজিব আহমেদ সাকিব (গিটার ও কণ্ঠ), মাইকেল শীর্ষ দাস (লিড গিটার), নুরুল হক সম্রাট (বেইজ) ও সামিউল মাশুক এন্টনি (ড্রামস)।