Top Newsজাতীয়

বাংলাদেশে প্রবেশ করেছে আরও ৪৬ বিজিপি সদস্য

মোহনা অনলাইন

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তপথে আরও ৪৬ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি বলছে, পার্শ্ববর্তী দেশটিতে নতুন করে সংঘর্ষ চলছে। এতে প্রাণ বাঁচাতে জান্তা বাহিনীর সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছেন। গতরাতেও (মঙ্গলবার) ৪৬ জন প্রবেশ করেন। বিজিবি তাদেরকে নিরস্ত্রীকরণ শেষে আশ্রয় দিয়েছে। বর্তমানে ২৬০ জন বিজিবি সদস্য বাংলাদশের আশ্রয়ে আছেন।
এর আগে চলতি বছরের শুরুতে ৩৩০ জন বিজিবি সদস্য ও তাদের পরিবারের সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। তাদেরকে বিজিবি আশ্রয় দেয়। পরে ১৫ ফেব্রুয়ারি দেশটি কক্সবাজার নৌ-সীমান্ত দিয়ে তাদেরকে ফেরত নেয়। এরপর নতুন করে আরও ২৬০ জন বিজিপি সদস্য দেশে প্রবেশ করল।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button