সৌদিআরবে কাল শুরু হচ্ছে ঈদ ফ্যাস্টিভ্যাল
জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব থেকে : সৌদি আরবের রাজধানী শহর রিয়াদের শিফা ওয়াদী আলরীমে শুরু হচ্ছে ঈদ ফেস্টিভ্যাল ২০২৪। আগামীকাল ১৮ বৃহস্পতিবার এবং পরদিন ১৯ এপ্রিল শুক্রবার দুই দিনের এই ঈদ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। এখানে তুলে ধরা হবে বাংলাদেশী কৃষ্টি কালচার।
সৌদি আয়োজিত ঈদ ফেস্টিভ্যাল মঞ্চে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে একমাত্র নাটক ও সাংস্কৃতিক সংগঠন রিয়াদ বাংলাদেশ থিয়েটার নাটকের রিহার্সাল শেষ করেছে। বাংলাদেশী প্রবাস বাংলা ব্যান্ডের শিল্পীরা তাদের গান ও নাচে মাতিয়ে রাখবেন মঞ্চ।
প্রায় পাঁচ হাজার দর্শনার্থী ধারণ ক্ষমতা সম্পন্ন এ মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও স্থান পেয়েছে শিশুদের খেলাধুলাসহ নানা আয়োজন। ঈদ ফেস্টিভ্যাল থাকছে বাংলাদেশী রকমারি কাপড় ও মুখরোচক খাবারের দোকান। যা উপভোগ করতে পারবেন প্রবাসী বাংলাদেশীরা।
পর্যটন খাতকে জাতীয় সার্থে আরো বিকশিত করার লক্ষে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করছে সৌদি সরকার। তারই ধারাবাহিকতায় মেলায় আগত দর্শনার্থীদের সার্বিক সুবিধায় থাকছে সরকারি কঠোর নিরাপত্তা ব্যবস্থা।