ঐতিহাসিক মুজিবনগর দিবসে কুয়েত কর্তৃপক্ষ পারস্পরিক বিনিময়ের ভিত্তিতে মুশরেফ ডিপ্লোমেটিক জোনে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সারী ভবনের জন্য ৩ হাজার স্কয়ার মিটার এবং বাংলাদেশ হাউজের জন্য ১ হাজার স্কয়ার মিটারের দু’টি প্লট বরাদ্দ করেছে।
১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। অন্যদিকে চলতি বছর কুয়েতের সাথে বাংলাদেশের কুটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হয়েছে। এই উপলক্ষে কুয়েত কর্তৃপক্ষের কাছ থেকে সুখবর পেল বাংলাদেশ। ১৯৭৪ সালের এপ্রিলে কুয়েতে বাংলাদেশের দূতাবাসের কার্যক্রম চালু হলেও দেশটিতে এবার নিজস্ব ভূমিতে দূতাবাস স্থাপন করা হবে।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান, দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের কাছ থেকে বরাদ্দকৃত প্লট দু’টি বুঝে নেন|
রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, বাকি প্রক্রিয়া সম্পন্ন করে কুয়েতে নিজস্ব চ্যান্সরী ভবন এবং বাংলাদেশ হাউজ নির্মাণের কাজ দ্রুত শুরু হবে।