পাবনায় প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের ৩৪২ মেট্টিকটন ভারতীয় চোরাই চিনি বোঝাই ১২টি ট্রাকসহ ২৩ জন আটক করেছে পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখা।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে জেলার আমিনপুরের কাজিরহাট ফেরিঘাট এলাকায় এই বিপুুল ভারতীয় চিনিবোঝাই ট্রাকগুলো জব্দ এবং চালক ও হেলপারদের আটক করা হয়। এর আগে সকাল ১১টার দিকে পাবনার বেড়া উপজেলার কাজিরহাট ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক ও চিনি জব্দ করা হয়।
পুলিশের একটি সূত্র জানায়, ভারত থেকে চোরাইপথে এনে ওই চিনি দেশীয় কোম্পানির চিনির বস্তায় ভর্তি করে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হয়। অবৈধভাবে চোরাইপথে আনা চিনি পাবনা দিয়ে পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাজিরহাট ফেরিঘাটে অভিযান চালিয়ে ৩৪২ মেট্রিকটন চিনিসহ ২৩ জনকে আটক করা হয়। এসময় ১২টি ট্রাক জব্দ করা হয়।
এসব ভারতীয় চোরাই চিনি সিলেটের জয়ন্তপুর থেকে ১২টি ট্রাকে করে নিয়ে ঢাকা হয়ে মানিকগঞ্জের কাজিরহাট ফেরিঘাট দিয়ে পাবনাসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকে একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই অবস্থান নিয়েছিল পাবনা জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি।