মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ফেরিডুবিতে কমপক্ষে ৫৮ জন নিহত হয়েছে। ফেরিটিতে প্রায় ৩শ আরোহী ছিল, যারা একটি অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে যাচ্ছিল। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করায় দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
গত শুক্রবার রাজধানী বাংগুইয়ের কাছে এমপোকো নদীতে এ দুর্ঘটনা ঘটে বলে শনিবার রাতে এক জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, নৌযানটিতে থাকা ৩০০ জনের বেশিরভাগই স্থানীয় সময় শুক্রবার একটি অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে যাচ্ছিলেন এবং পথিমধ্যে এটি ডুবে যায়।
নাগরিক সুরক্ষা প্রধান টমাস ডিজিমাসে রেডিও গুইরাকে বলেন, নৌকা ডুবির ঘটনায় এখন পর্যন্ত ৫৮ জনের মৃতদেহ উধদার করতে পেরেছি। এখনো কতজন নিখোঁজ রয়েছেন তার সংখ্যা আমরা জানি না।সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া দুর্ঘটনার ফুটেজে দেখা যাচ্ছে, ফেরিডুবির পর লোকেরা নদীর তীরে পৌঁছানোর চেষ্টা করছেন বা পানিতে ঝাঁপ দিচ্ছেন।
একজন প্রত্যক্ষদর্শী ফরাসি ভাষার সম্প্রচারকারী আরএফআইকে বলেছেন, ‘এইমাত্র যা ঘটেছে তা ছিল ভয়ংকর। আমি এমন একটি পরিবারকে চিনি যারা এই ট্র্যাজেডিতে সাতজন আত্মীয়কে হারিয়েছে।’ ফেরি দুর্ঘটনার পর বেঁচে যাওয়া অনেককে বাঙ্গুইয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে।