Top Newsআন্তর্জাতিক

সৌদিতে ভারী বৃষ্টিপাতে ডুবে গেছে রাস্তাঘাট

মোহনা অনলাইন

সৌদি আরবে ভারী বৃষ্টিপাতে  অসংখ্য রাস্তাঘাট ডুবে গেছে এবং ভেসে গেছে বেশ কয়েকটি গাড়ি।

সৌদির আবহাওয়া দপ্তর জানিয়েছে, এ পরিস্থিতি আগামী সোমবার পর্যন্ত অব্যাহত থাকবে। ভারি বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানী রিয়াদ, দিরিয়াহ, হুরায়মালা, ধুর্মা থেকে কুয়াইয়াহ পর্যন্ত।

গতকাল শনিবার দেশটির আবহাওয়ার দপ্তর জানায়, মক্কা এবং এটির আশপাশের অঞ্চল তাঈফ, মায়সান, আদহাম, রানিয়াহ এবং আল মুয়াহতে আবহাওয়া সবচেয়ে খারাপ থাকবে। অন্যদিকে রিয়াদ, সঙ্গে ওয়াদি আল দাওয়াসিরে মাঝারি বৃষ্টিপাত হবে।  উচ্চগতিসম্পন্ন বাতাসের কারণে কোথাও কোথাও ধূলিঝড় হতে পারে। এতে করে আবহাওয়ার পরিস্থিতি আরও খারাপ হবে।

এদিকে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এখন চলছে তীব্র তাবপ্রবাহ। এতে এই অঞ্চলের সাধারণ মানুষের জীবনযাত্রা অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। তখন উল্টো চিত্র দেখা যাচ্ছে পাকিস্তান, আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। সেসব অঞ্চলে ভারী বৃষ্টিপাতে বন্যার সৃষ্টি হয়েছে।

অন্যদিকে গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে ভারী বৃষ্টিপাত হয়। এতে দুবাইসহ আমিরাতের বিভিন্ন অঞ্চলে দেখা দেয় বন্যা। বন্যা এতটাই ভয়াবহ ছিল যে অনেকে গাড়িতে আটকা পড়ে যান। গাড়িতে আটকে পড়ে কয়েকজনের মৃত্যুও হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button