Top Newsআন্তর্জাতিক

জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ৩৫

মোহনা অনলাইন

আফ্রিকাতে পৃথক দুটি নৌকাডুবে ৩৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ায় ১৯ ও জিবুতি উপকূলে একটি নৌকাডুবে ১৬ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এরই মধ্যে ১৯ জনের মরদেহ উদ্ধার করা করেছে তিউনিসিয়ার কোস্টগার্ড। ওদিকে, জিবুতি উপকূলে ২৮ জন নিখোঁজ রয়েছেন।

ফলে চলতি বছরের প্রথম চার মাসে তিউনিসিয়া উপকূলে প্রায় ২০০ অভিবাসী প্রত্যাশীর মৃত্যুর খবর পাওয়া গেলো। অন্যদিকে জিবুতি উপকূলে নৌকাডুবে ১৬ জনের মৃত্যুর পাশাপাশি ২৮ জন নিঁখোজ রয়েছেন। ৭৭ জন যাত্রী নিয়ে নৌকাটি জিবুতি উপকূলে ডুবে যায়। এটি সেখানে দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয় দুর্ঘটনা।

জাতিসংঘের অভিবাসন সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানায়, জিবুতি উপকূলে এই নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাটিতে শিশুসহ ৭৭ জন আরোহী ছিলেন। সেখানে উদ্ধার কার্যক্রম চলছে বলেও জানানো হয়।

এক্স এ দেয়া এক পোস্টে সংস্থাটি জানায় তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। জিবুরি উপকূলের লোহিত সাগর অঞ্চলে প্রায়ই এমন দুর্ঘটনা হয়ে থাকে। এর আগে গত ৮ এপ্রিল জিবুতির গদোরিয়া উপকূলে ৬০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশীবাহী নৌকা ডুবে যায়। এ দুর্ঘটনায় শিশুসহ ৩৮ জনের মৃত্যু হয়। এখনও নিখোঁজ আছে ছয়জন। ওই নৌকাটি ইথিওপিয়া থেকে ইয়েমেনের দিকে যাচ্ছিল।
বিবিসি বলছে, স্থলবেষ্টিত ইথিওপিয়ায় গৃহযুদ্ধের পর পালিয়ে আসা লোকেরা প্রায়শই জিবুতি এবং ইয়েমেনের মধ্য দিয়ে সৌদি আরব এবং তার বাইরেও অন্য অনেক দেশে ভালো সুযোগের সন্ধানে গিয়ে থাকেন। তাদের মধ্যে কেউ কেউ আবার আটকে যাযন ইয়েমেনে। আরব উপদ্বীপের এই দেশটিও যুদ্ধের কবলে রয়েছে।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button