Top Newsশিক্ষা

সারা দেশে অনুষ্ঠিত হলো ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

মোহনা অনলাইন

আজ শুক্রবার (২৬ এপ্রিল) দেশের আটটি বিভাগে ২১৫ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হলো ৪৬তম বিসিএস-২০২৩ প্রিলিমিনারি পরীক্ষা। সকাল ১০টায় শুরু হয়ে ২০০ নম্বরের পরীক্ষা চলে দুপুর ১২টা পর্যন্ত।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে।

৪৬তম বিসিএসের প্রলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন কেন্দ্রে ।

পিএসসির নির্দেশনা অনুযায়ী কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীদের সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যেই ঢুকতে দেখা যায়। তবে দেরিতে আসা পরীক্ষার্থীদের কেউ কেউ পরেন বিপাকে। তারা গেট খুলে দিতে অনুরোধ এবং গেইট ধরে ধাক্কাধাক্কি করলে অনেক কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এছাড়া তেমন কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বিভিন্ন ক্যাডারে তিন হাজার ১৪০ জন নিয়োগ দিতে ২০২৩ সালের ৩০ নভেম্বর পিএসসি ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে। ৪৬তম বিসিএস থেকে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে।

author avatar
Online Editor SEO
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button