আন্তর্জাতিক

৬৫০ ফুট খাদে পড়ল বাস, নিহত ২৫

মোহনা অনলাইন

পেরুতে সড়ক থেকে প্রায় ৬৫০ ফুট নিচের একটি নদীতে পড়ে গেছে একটি বাস। আর এতে নিহত হয়েছে অন্তত ২৫ জন। আহত হয়েছে আরও অনেকে। বাসটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল বলে জানা গেছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, স্থানীয় সময় গত রোববার গভীর রাতে পেরুর উত্তরাঞ্চলে আন্দেজ পর্বতমালায় অবস্থিত কাজামার্কার দুর্গম পাহাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তা ওলগা বোবাডিলা আরপিপি রেডিওকে বলেছেন, রোববার গভীর রাতে আন্দেজ পর্বতমালার কাজামার্কা অঞ্চলে গর্তযুক্ত রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি প্রায় ২০০ মিটার (প্রায় ৬৫০ ফুট) গভীর খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে ২৩ জন নিহত হওয়ার কথা জানানো হলেও পরে এই তথ্য সংশোধন করে স্থানীয় প্রশাসন। তাঁরা জানায়, এ দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। কাজামার্কার সেলেনডিন পৌরসভার কর্মকর্তা জাইম হেরেরা বলেন, ‘৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে বাসটি একটি নদীর খাদে পড়ে যায়। আরোহীদের কয়েকজন পানিতে ভেসে গেছে।’

এ ছাড়া এ দুর্ঘটনা ও প্রাণহানির পর সেলেনডিন পৌরসভা ৪৮ ঘণ্টার শোক ঘোষণা করেছে। এ ছাড়া, বাসটি সড়কে চলাচলের উপযোগী ছিল কি না, তা-ও খতি দেখছে কর্তৃপক্ষ।

এএফপি বলছে, পেরুতে সড়ক দুর্ঘটনার বিষয়টি প্রায়ই ঘটে। দেশটিতে বাজে সড়কযোগাযোগ, বাজে ফিটনেসের গাড়িসহ নানা কারণেই দুর্ঘটনা ঘটে। গত বছর অর্থাৎ, ২০২৩ সালে দক্ষিণ আমেরিকার এই দেশে সড়ক দুর্ঘটনায় ৩ হাজার ১০০ জনেরও বেশি প্রাণহানির তথ্য পাওয়া গেছে।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button