তীব্র তাপপ্রবাহে তপ্ত দুপুরে রাস্তায় চলাফেরা করা এমনকি শ্বাস নেওয়া দায়! তাপপ্রবাহে যখন ঢাকার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে তখনই পানির বোতল হাতে নিয়ে তৃষ্ণার্ত মানুষের কাছে এগিয়ে এলেন চিত্রনায়ক ওমর সানী।
তার পাশাপাশি ‘ডেডবডি’ সিনেমার সংশ্লিষ্টরাও মোটরসাইকেল শোডাউন করে সাধারণ মানুষের মধ্যে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেন। মূলত ভৌতিক ছবি ‘ডেডবডি’র জন্যই রাস্তায় নামা এই চিত্রনায়কের। প্রচারের জন্য বেছে নিলেন এমন হিতকর কাজ।
প্রেক্ষাগৃহে ‘ডেডবডি’ মুক্তির বেশিদিন বাকি নেই। তাই সিনেমাটির প্রচারের অংশ হিসেবে মোটরসাইকেল শোডাউন করলাম বললেন সিনেমার পরিচালক এমডি ইকবাল। পাশাপাশি প্রচণ্ড তাপপ্রবাহে শ্রমজীবী মানুষকে একটু স্বস্তি দিতে ঠান্ডা পানি বিতরণ করেছি।
মুক্তি সামনে রেখে সোমবার (২৯ এপ্রিল) মোটরসাইকেল পদযাত্রা ও সাধারণ মানুষের মধ্যে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করে সিনেমাটির কলাকুশলীরা। প্রায় দেড় শতাধিক মোটরসাইকেল নিয়ে ছবির শিল্পীরা যাত্রা করেন। এফডিসি থেকে পদযাত্রা বেরিয়ে ঢাকা বিশ্বিবদ্যালয়, নিউমার্কেট, ধানমন্ডি, শ্যামেলী সিনেমা হল হয়ে এ পদযাত্রা শেষ হয় মিরপুর সনি স্কয়ারে। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক ইকবাল, অভিনেতা ওমর সানী, সংগীত পরিচালক এফ এ প্রীতম প্রমুখ।
প্রসঙ্গত, সিনেমায় অভিনয় করা থেকে বিরতি নিয়ে ব্যবসায় মনোযোগী ছিলেন সানী। তবে এবার দীর্ঘ দুই বছর বিরতির পর ‘ডেডবডি’ সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন ঢাকাই সিনেমার এক সময়কার জনপ্রিয় এ অভিনেতা।
আগামী ৩ মে সারা দেশে মুক্তি পাচ্ছে সিনেমাটি।