আন্তর্জাতিকপ্রবাস

শ্রম-অধিকার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার

মালয়েশিয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। এবারের মে দিবসের প্রতিপাদ্য ‘শ্রমিক–মালিক গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’।

দিবসটি উপক্ষ্যে জাতীয় শ্রমিকলীগ মালয়েশিয়ার উদ্যোগে ১ মে সোমবার রাজধানী কুয়ালালামপুরের হোটেল জি টাওয়ারে বিশাল শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটির সভাপতি নাজুমল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামরুজ্জামান কামাল, বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়ায়বাংলাদেশ হাইকমিশনের শ্রম শাখার প্রথম সচিব এ এস এম জাহিদুর রহমান।

মে দিবসের আলোচনা সভায় বক্তারা মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রম-অধিকার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করেন। এ ছাড়া মালয়েশিয়ায় কর্মরত শ্রমিকদের সমস্যার কথা প্রধান অতিথির সামনে তুলে ধরেন শ্রমিক লীগের নেতারা।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মালয়েশিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ অহিদুর রহমান অহিদ, দাতো আব্দুল রউফ লিটন, সাঈদুর রহমান সরকারসহ অন্য নেতৃবৃন্দ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button