দিনাজপুরের সব লিচুবাগান ছেয়ে গেছে মুকুলে।
দিনাজপুরের সব লিচুবাগান ছেয়ে গেছে মুকুলে। আবহাওয়া অনুকুলে থাকায় বাগানগুলোতে গ্যাল কয়েক বছরের চেয়ে ভালো মূকুল এসেছে। প্রাকৃতিক দূর্যোগ না হলে ভালো ফলনও আশা করছেন চাষীরা। স্থানীয় কৃষি অফিস থেকে প্রশিক্ষণসহ সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে। লিচুর জেলা দিনাজপুর। এরই মধ্যে এখানকার ছোট বড় সব বাগানেই মুকুল আসতে শুরু করেছে। বোম্বাই,মাদ্রাজী,বেদানা,চায়না-থ্রিসহ বিভিন্ন জাতের লিচুর বাগান রয়েছে এ জেলায়।
কৃষি অফিসের তথ্যমতে, জেলায় প্রায় সাড়ে ৫ হাজার হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। যা থেকে প্রায় ২৫ হাজার মেট্রিক টন লিচু উৎপাদন সম্ভব। ভালো ফলনের আশায় বাগানের পরিচর্যায় ব্যস্ত বাগানীরা।
গত দুই বছরের করোনা সংকট কাটিয়ে এবার লাভের আশা করছেন চাষীরা ।
লিচু চাষীদের সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে বলে জানালেন কৃষি কর্মকর্তা মঞ্জুরুল হক,উপ-পরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,দিনাজপুর।
জেলায় এবার আশানুরূপ লিচুর ফলনও প্রত্যাশা করেন তিনি।