দেশের উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকায় ২৫টি জেলায় আজ শনিবার (৪ মে) মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। বাকি ৩৯ জেলায় আজ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।
শুক্রবার ( ২ মে) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা; ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল; চট্টগ্রাম বিভাগের চাঁদপুর; রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর ও নীলফামারী জেলার সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার বন্ধ থাকবে।
চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যেই দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ শনিবার (৪ মে) থেকে খোলার ঘোষণা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। তবে আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় কিছু জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার আভাসও দিয়েছিল মন্ত্রণালয়টি।